মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জে শীল সম্প্রদায় ঐক্য সংঘ বিশ্ব কর্ম পুজা উদযাপন উপলক্ষ্যে বিপুল সংখ্যক লোকের মাঝে সেবা প্রদান, প্রসাধ বিতরণ ও আরতী নাচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শীল সম্প্রদায় ঐক্য সংঘের উদ্যোগে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড মুনশুরপুর এলাকার মাধবের বাড়ীস্থ লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে বিশ্ব কর্ম পুজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে পুরো আশ্রম জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষ্যে আশ্রম এলাকা সাজানো হয়েছিল বর্ণিল সাজে। পুজা উদযাপন কমিটি বুধবার সকাল থেকে সকল সেলুন বন্ধ রেখে পুজায় উপস্থিত হয়ে সেবা গ্রহণ, প্রসাধ বিতরণ ও আরতী নাচসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। বিশ্ব কর্ম পূজায় অর্চনা করেন শ্রী রতন কর্তা চক্রবর্তী।
এ সময় অন্যান্যের মাঝে পুজা উদযাপন কমিটির উপদেষ্টা সদস্য হরিপদ চন্দ্র শীল, কালু চন্দ্র শীল, সভাপতি শান্তি চন্দ্র শীল, সহ-সভাপতি পরিমল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক পবিত্র চন্দ্র শীল, সহ-সম্পাদক অজিত চন্দ্র শীল (মুনশুরপুর), সাংগঠনিক সম্পাদক নয়ন চন্দ্র শীল, দপ্তর সম্পাদক শ্রীধাম চন্দ্র শীল, কোষাধ্যক্ষ দিলীপ চন্দ্র শীল, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক উৎপল চন্দ্র শীল, দপ্তর সম্পাদক মঙ্গল চন্দ্র শীল, সদস্য অমর চন্দ্র শীল, রঞ্জিত চন্দ্র শীল, বিশ্বজিত চন্দ্র শীল, সুবল চন্দ্র শীল, বিকাশ চন্দ্র শীল, সুবাস চন্দ্র শীল, নিমাই চন্দ্র শীল, সরল চন্দ্র শীল, সুরেশ রবি দাস, সুকুমল চন্দ্র শীল, খোকন চন্দ্র শীল, উজ্জল চন্দ্র শীল, কৃষ্ণ চন্দ্র শীল, অধীর চন্দ্র শীল, রাখাল চন্দ্র শীল, রঞ্জন চন্দ্র শীল ও অনন্ত রবি দাসসহ পৌরসভার ৮নং মূলগাঁও এবং তুমলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বান্ধাখোলা শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুজা উদযাপন কমিটির সভাপতি শান্তি চন্দ্র শীল জানান, এবারের কর্মপুজায় বিগত বছরের তুলনায় বহু লোকের সমাগম হয়েছে। পুজা উৎসবকে কেন্দ্র করে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক লোক আশ্রমে সমবেত হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.