বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে ইরানের সম্পর্ক দিন দিন উন্নত থেকে উন্নততর হচ্ছে। গত ডিসেম্বরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি চীন সফরকালে, চায়না মিডিয়া গ্রুপের সিজিটিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে, এ কথা বলেন।
তিনি জানান, এটা মধ্যপ্রাচ্যের বাইরের কোনো দেশে তার প্রথম সফর। চীনের সাথে তার দেশের সম্পর্ক উন্নয়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, দু’দেশের মধ্যে ব্যাপক সহযোগিতার সুযোগ আছে। দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ সুষ্ঠুভাবে চলছে। অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, সংস্কৃতি, নিরাপত্তা, শিক্ষা ও পর্যটন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা দিন দিন জোরদার হচ্ছে।
আরাকছি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা জটিল। এ ব্যাপারে ইরান চীনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে। গত ২৮ ডিসেম্বর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে তার মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অবস্থা নিয়ে মতবিনিময় হয়। চীন এতদঞ্চলের দেশগুলোর সাথে ব্যাপক আর্থ-বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। চীন একটি সম্মানিত ও বিশ্বস্ত দেশ।
তিনি বলেন, ২০২৪ সালের অক্টোবরে ইরান প্রথমবারের মতো সদস্যরাষ্ট্র হিসেবে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেয়। আশা করা যায়, ব্রিকস দেশগুলোর মধ্যে সম্মিলিত সহযোগিতার মাধ্যমে সকল পক্ষের অভিন্ন লক্ষ্য অর্জিত হবে। ব্রিক্স ছাড়াও শাংহাই সহযোগিতা সংস্থাও খুবই গুরুত্বপূর্ণ। ইরান সংস্থায় যোগদানের জন্য আবেদন করেছে। চীনে অনুষ্ঠেয় সংস্থার পরবর্তী শীর্ষ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশচিয়ান অংশগ্রহণ করবেন।
আরাকছি আরও বলেন, আশা করা যায় যে, ২০২৫ সাথে যুদ্ধ, নৃশংসতা ও আগ্রাসনহীন একটি বিশ্ব দেখা যাবে; দেখা যাবে ন্যায্যতা, ন্যায়বিচার ও আইনের শাসনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি বিশ্ব এবং এমন একটি বিশ্ব, যেখানে যারা আইন লঙ্ঘন করে ও মানবতাবিরোধী তাদের বিচারের মুখোমুখি হতে হয়।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.