মো: কাওসার, রাঙামাটি
বুধবার (২৩ জুলাই) রাঙামাটি শহরের মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয়ে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়।
সকালে রাঙামাটি পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক (ডিডিএলজি) ও রাঙামাটি পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন।
পৌর প্রশাসক বলেন, লাল সবুজ উন্নয়ন দেশের ৬৪টি জেলায় বৃক্ষরোপন,বাল্যবিবাহ, মাদক ও যৌতক বিরোধী কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহত ও আহতদের স্মরণে এই বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এজন্য লাল সবুজ উন্নয়ন সংঘকে আমি ধন্যবাদ জানাই।
সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ ৩২টি গাছের চারা রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মোঃ কাওসার আলম সোহেল,মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম.কামাল উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকারসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.