জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন চীন সরকার সেদেশের সিচুয়ান প্রদেশে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সিচুয়ানে প্রায় ৮ কোটি মানুষের বসবাস। শুধু তাই নয় এবার কোন বাঁধা ছাড়া যত ইচ্ছে সন্তান নিতে পারবেন বিবাহিত দম্পতিরা।
সোমবার (৩০ জানুয়ারি) সিচুয়ানের স্বাস্থ্য কমিশন ঘোষণা দিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে প্রাদেশিক সরকারের তালিকায় যে কেউ জন্মনিবন্ধন করাতে পারবেন। আগে বিবাহিত নারী-পুরুষ সর্বোচ্চ দু’টি সন্তানের জন্মনিবন্ধন করাতে পারতেন। এখন যতো ইচ্ছে সন্তানের জন্মনিবন্ধন করতে পারবেন।
দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২২ সালের শেষে দেশটির লোকসংখ্যা ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজার ছিল, কিন্তু এক বছর আগে সংখ্যাটি ১৪১ কোটি ২৬ লাখ ছিল। ২০২১ সালে প্রতি হাজারে জন্মহার ছিল ৭ দশমিক ৫২, গত বছর তা কমে ৬ দশমিক ৭৭ এ নেমে এসেছে; দেশটির রেকর্ডে এটিই সর্বনিম্ন জন্মহার।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.