বিয়ে বাড়ি
বিধান চন্দ্র দেবনাথ
শত শত মানুষ আসছে
আজকে বিয়ে বাড়িতে,
কেউ আসছে ড্রেস পড়ে
কেউ বা আবার শাড়িতে।
কেউ আবার চুলের খোঁপায়
গোঁজে রেখেছে গোলাপ ফুল,
মিষ্টি সুরে বলছে কথা
কী চমৎকার মুখের বোল।
বিয়ে বাড়ি ব্যস্ত সবাই
বাজতে দেখি ঢোল ঢাক,
বরের সাথে আসবে ঠিকই
বন্ধু বান্ধব এক ঝাঁক।
কারোও হাতে গিফটের প্যাকেট
কারোও হাতে ফুল,
বর কনের আত্মীয় স্বজন
আনন্দে মশগুল।
বিয়ে শেষে হয়ে যাবে
কনে বাড়ি খালি,
আত্মীয় স্বজন চলে যাবে
সবাই সবার বাড়ি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.