মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: ওরাই আপনজন সামাজিক সংগঠন বরুড়া কুমিল্লা এর যুগ্ম সাধারণ সম্পাদক এফসি বরুড়া সাধারণ সম্পাদক আবু নোমান ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের ২৯ নভেম্বর ২২ ইং পুর্তুগাল ও উরুগুয়ের খেলাটি কাতার স্টেডিয়ামে বসে উপভোগ করবেন।তিনি ঐ দিন ওরাই আপনজন সামাজিক সংগঠন ও এফসি বরুড়ার লঘু সম্বলিত টি সার্ট ব্যবহার করবেন। সে আগামী ২৫ নভেম্বর কাতার যাবেন।সাতদিনের সফরে ইন্টারন্যাশনাল জাহাজে রাত্রি যাপন করবেন। ওরাই আপনজন সামাজিক সংগঠন তাঁকে ফুলেল শুভেচছা জানান। ১৯ নভেম্বর সে ভিসা ও টিকেট নিশ্চিত করেন।
বরুড়া বাজার স্থিত হাজী সফিক ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ আবু নোমান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.