আন্তর্জাতিক ডেস্ক : চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ২৬ জুন থিয়ানচিনে বিশ্ব অর্থনীতি ফোরামের চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে লি ছিয়াং বলেন, বিশ্ব অর্থনীতি বিশ্বায়নের পথে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় করা ও পরিপূরক উৎপাদনের বলিষ্ঠ চাহিদা এবং অপরিবর্তনীয় ঐতিহাসিক প্রবণতা রয়েছে। বিভিন্ন দেশের উচিত পরস্পরের সমঝোতা জোরদার করা, পারস্পরিক আস্থা বৃদ্ধি করা এবং ভুল বোঝাবুঝি কমানো। পাশাপাশি পারস্পরিক উপকারিতার ভিত্তিতে স্বার্থের মিশ্রণ বাড়ানো এবং আরও সুন্দর ভবিষ্যত সৃষ্টি করা উচিত। চীন অব্যাহতভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং উচ্চ পর্যায়ের উন্মুক্তকরণে অবিচল থাকবে।
বিভিন্ন পক্ষের সঙ্গে উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গঠন এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করতে চায় বেইজিং।
ক্লাউস সোয়াব বলেন, বিশ্ব অর্থনীতি ফোরাম চীনের সঙ্গে অংশীদারি সম্পর্ক জোরদার করতে চায়। পাশাপাশি, বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করতে, পারস্পরিক আস্থা বাড়াতে এবং সহযোগিতা সম্প্রসারণ করতে চায়। যাতে উভয়ের জয় হয়, জলবায়ু পরিবর্তনসহ নানা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা যায় এবং মানবজাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি গঠন করা যায়।
সূত্র:চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.