বিশ্ব ঈর্ষায়ণ
ড. বলরাম ঘোষ
আমার সমস্ত চেতনা জুড়ে এক অমানুষী নির্লজ্জতা
আছন্ন করে আছে একাল সেকাল,
কোনো এক দিগন্তের সন্ধ্যায় দেখি শুয়ে আছে আমার অতীত, ভাঙা শরীর ক্ষয়িষ্ণু বয়স নিয়ে আমার
পাশবিক অহংকার ডানা মেলে উড়ে যেতে চাই
যন্ত্রবিশ্ব হাতে নিয়ে আদিম উল্লাসে,
পৃথিবীর পথ ছেয়ে আছে আজ ঈর্ষাময় বিশ্ব আর আমি।
বিশ্ব আজ অসহায় ঈর্ষায়ণে ডুবে আছে গভীর গভীর অন্ধকারে , চতুর্দিকে আসফালন - নিজেকে ছড়িয়ে দেওয়ার গল্পে মানুষ হারিয়েছে মানুষী হারায়েছে ভালোবাসার নীড়!.
বসন্ত আসে ফাল্গুনী পূর্ণিমার বয়স পেরিয়ে অমাবস্যার
তীরে, ঢেউহীন উন্মাদনার বৃথা আয়োজনে!
বড় ক্লান্তির বিমর্ষতায় জান্তব কণ্ঠে বলে চলি
অভিনয় করে, একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে সময়,
তবুও বাঁচার তাগিদে প্রতিশ্রুতি মতো মিথ্যাকে দিয়ে আড়াল করি আমার জীবনে ঘটে যাওয়া বেমানান কিছু খেয়াল!
আজও ছেয়ে আছে শাল ফুলের ঝরে পড়া সৌরভে!
এইভাবে দিনে রাতে আকাশ প্রদীপ নিয়ে দাঁড়িয়ে থাকা
আকাশ, কথা বলে চলে গেছে জ্যোৎস্না মাখা সেইসব অতীত...
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.