বিশ্ব কাপ বিশ্ব কাপ
বাড়ায় কমায় রক্তচাপ
এরই মাঝে হাত ফস্কে হয় যদিরে ভুল,
কেউ হাসে কেউ কাঁদে
কোর্মা পোলাউ কেউবা রাধে
কেউবা আবার মনের কষ্টে ছিড়ে মাথার চুল।
পরের বাড়ির মেয়ের বিয়ে
নিজের বাড়ি নেয় সাজিয়ে
পেটে খাবার দানা পানি আছে কিবা নাই,
পটকা ফুটায় নেচে নেচে
জমি জিরান দিয়ে বেচে
এমন বলদ বিশ্বকাপে নিত্য দেখা পাই।
আমরা কাঠের ঢেকি যতো
মারে মরে অবিরত
কে জিতেছে কে হেরেছে বৃথাই বাড়াবাড়ি,
লাজ শরমের বালাই ভুলে
সকল কর্ম শিকেয় তুলে
বিশ্বকাপের মিছিল করে বাধায় মারামারি।
খেলা শেষে গল্প করে
বেশ খেলেছে গোল কিপারে
সোনার কাপ নিয়ে গেছে কি আসে যায় তাতে,
আবার কবে এমন করে
পাগলা সময় আসবে ফিরে
আচমকা স্বপ্নের ঘোরে লাফিয়ে উঠে রাতে।
(Agartala 12/12/22)
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.