নারায়ণগঞ্জ (রূপগঞ্জ: ইসলাম বিরোধী ব্লগার-নাস্তিক নূর, বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ সাঃ কে নিয়ে কুটুক্তি ও অবমাননাকর মন্তব্য করায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কাঞ্চন পৌরসভার সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা।
নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
-নাস্তিক, মুরতাদ হুশিয়ার সাবধান, মুসলিম জাগলে ইসলাম বিরোধীরা ভাগবে শ্লোগানে,
ইসলামি তৌহিদী জনতা কাঞ্চন পোরসভার বিভিন্ন সড়ক এবং ঢাকা সিলেট মহা সড়কে বিক্ষোভ মিছিল করেন।
মিছিল শেষে মানববন্ধনে বিক্ষুব্ধ জনতা ইসলাম বিরোধী নাস্তিক-মুরতাদ নূর এর ফাঁসির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা, নাস্তিক নূর সহ সকল মুরতাদ-নাস্তিকদের হুশিয়ার ও সাবধান করে বলেন, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কোন প্রকার কুটুক্তি এবং ইসলাম বিরোধী কোন কার্যকলাপ করলে সেটি কঠোর হস্তে প্রতিহত করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.