চীনের রাষ্ট্রীয় পরিষদের প্রেস অফিস, চীনের বিদেশী ভাষা প্রকাশনা প্রশাসন ও শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সচিবালয়ের যৌথ উদ্যোগে ২০২৫ সালের এসসিও সভ্যতা সংলাপ ২৩ জুলাই (বুধবার), চীনের থিয়ানচিনে শুরু হয়েছে।
এবারের সংলাপের প্রতিপাদ্য হল ‘বিশ্ব সভ্যতা উদ্যোগ প্রচার, এসসিও’র সুন্দর সাধারণ আবাসস্থল নির্মাণ’। এসসিও দেশগুলোর ৩০০ জনেরও বেশি অতিথি ফোরাম, বিনিময় ও আলোচনা, চীনা অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতা লাভ এবং ক্যালিগ্রাফি প্রদর্শনীর মাধ্যমে এসসিও দেশগুলোর মধ্যে সভ্যতার পারস্পরিক শিক্ষা ও বোঝাপড়া গভীর করবেন, আরও ঘনিষ্ঠ এসসিও অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।
একই দিনে ‘অভিন্ন ডিজিটাল সভ্যতা সম্প্রদায়: চীনের উদ্যোগ ও এসসিও’র ভবিষ্যত’ প্রতিবেদনও প্রকাশিত হয়। প্রতিবেদনে অভিন্ন ডিজিটাল সভ্যতা সম্প্রদায় নির্মাণের বাস্তবসম্মত ভিত্তি, মূল প্রস্তাব ও ব্যবহারিক পথ ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে, ডিজিটাল সভ্যতা ও চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের উন্নয়নের উপর আলোকপাত করে, মানব সভ্যতার নতুন রূপের অধীনে চীন ও এসসিও দেশগুলোর মধ্যে যৌথভাবে ডিজিটাল সম্প্রদায় গড়ে তোলার মূল্য, ভিত্তি ও পথ সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। আরও ন্যায়সঙ্গত, সহনশীল ও টেকসই বৈশ্বিক ডিজিটাল উন্নয়নের দৃশ্যপট তৈরিতে চীনা সমাধান ও ‘এসসিও প্রজ্ঞা’র অবদানের কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদন।
সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.