মোঃ শাহিন আলম আশিক
ঘটনাস্থল পঞ্চগড় জেলার জালাসী মোড়ে, শাহিন মঞ্জিল নামক দ্বিতল বাড়িতে পৌঁছে জানা যায়। পঞ্চগড় মৌজার জে এল নং ২২ আর এস,১৭৯ নং খতিয়ানের আর এস ৫৫৪৯ নং দাগের ১১৮৭ সহস্রাংশ জমির মধ্যে ০৭৫০ সহস্রাংশ জমিতে রেকর্ডিয় মালিক বীর মুক্তিযোদ্ধা আছিম উদ্দিন।দীর্ঘদিন যাবৎ বাড়ি নির্মাণ করিয়া,বসবাস করিয়া আসিতেছে।
গত ২০/০৬/২০২৫ ইং বীর মুক্তিযোদ্ধা আছিম উদ্দিন চিকিৎসারত অবস্থায় স্ব-পরিবারে ঢাকায় অবস্থান কালে, প্রতিবেশী মৃত আতিয়ার রহমানের ছেলে মোঃ তাজুল ইসলাম ও তার ভাই তাশিন ইসলাম আরো অনান্য ভাড়াটিয়া লোকজন সহ আছিম উদ্দিন সাহেবের রেকডীয় জায়গা ও জেলা পরিষদ এর জায়গায় অবৈধ ভাবে কাজ শুরু করে। উক্ত খবরের ভিত্তিতে ঢাকায় অবস্থানরত আছিম উদ্দিনের ছেলে শোয়েবের মোবাইল : ০১৮৮৬০১৫৬১ নাম্বার থেকে দুপুর ১২:০১ জরুরী সেবা ৯৯৯ ফোন দিয়ে প্রশাসন কে অবগত করে উল্লেখিত দাগের বিরোধীয় জমি নিয়ে একাধিক মামলা চলমান সহ ১৪৪ ধারায় আদালতের স্টে অর্ডার রয়েছে, ইতি পূর্বে তারা রেকর্ডিয় স্থানে কোটের আদেশ অমান্য করিয়া ১০ ইঞ্চি ওয়াল নির্মান করে, এই মর্মে একটি মামলা চলমান। পঞ্চগড় সদর থানার সাব ইন্সপেক্টর রতনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
এলাকার স্হানীয় মুরুব্বি, ভাড়াটিয়াদের সামনে, প্রতিবেশী তাজুল ইসলাম কে ডেকে জানান শুধুমাত্র দোকান সংস্কারের কাজ করা যাবে। নতুন কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। পরদিন ২১/০৬/২০২৫ ইং তারিখ ভোর থেকে বিরোধীয় জায়গায় রড সিমেন্টের তৈরী পিলার ও উপরে লোহার এঙ্গেল ঝালাই করতে থাকলে, বীর মুক্তিযোদ্ধা আছিম উদ্দিনের ভাতিজা, মোঃ ফরহাদ হোসেন। পঞ্চগড় সদর থানায় উপস্থিত হয়ে,আদালতের স্টে অর্ডারের কপি সংযুক্ত সহ একটি অভিযোগ দায়ের করে।
পরবর্তী তে প্রশাসনের হস্তক্ষেপে, নির্মাণ কাজ স্থগিত করার নির্দেশ দিলেও সেটি উপেক্ষা করে কাজ চলমান রাখে। এলাকাবাসী ও আসপাশের মানুষের প্রশ্ন, পুলিশ ও আদালতের আদেশ, নিষেধ অপেক্ষা করে কোন অদৃশ্য শক্তির বলয়ে বিরোধপূর্ণ জায়গায় স্থাপনা নির্মাণের কাজ চলমান রয়েছে। অভিযোগকারীর আশা করেন, প্রশাসনের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা বিষয়টি গুরুত্ব দিয়ে, আইনগত ব্যবস্থা নিবেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.