সৌরভ মাহমুদ হারুন
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে এবং সার্বিক তত্বাবধানে ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, সমবায় কর্মকর্তা মীর হোসেন, সহকারী সমাজ সেবা কর্মকর্তা আহাম্মদ উল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির, উপজেলা বি আর ডি বির কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, তথ্য আপা খাদিজা আক্তার।
আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক জসিম উদ্দিন, হালিমা আক্তার, অফিস সহকারী আব্দুস সাত্তার, ফখরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠান শেষে নারীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক সম্মাননা ক্রেষ্ট বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.