বুড়িচং প্রতিনিধি
শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার ইমাম ও ওহলামাদের উদ্যোগে ইমাম ও ওলামা সমাবেশ ২০২৫ ঈসায়ী বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজিতে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ওলামা বিভাগ ও বাংলাদেশ মসজিদ মিশন সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী।
প্রধান আর্কষণ হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সদস্য ও বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট ড. মুহাম্মদ মোবারক হোসেন।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলার প্রধান উপদেষ্টা ওলামা বিভাগ ও বাংলাদেশ মসজিদ মিশন অধ্যাপক মোঃ অহিদুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলার ওলামা বিভাগের সভাপতি মুফতি মাওলানা মোঃ আব্দুস ছালাম এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শফিকুর ইসলাম ও কুমিল্লার উপর জেলার দপ্তর সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান সরকার।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান ও বিশেষ মেহমান ছিলেন স্প্রেন প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ওলামা বিভাগের সহসভাপতি মাওলানা মোঃ ইউনুস মিয়া, কুমিল্লা উপর জেলা বাংলাদেশ মসজিদ মিশনের সহসভাপতি মাওলানা ওবাইদুস সোবহান মামুন সাঈদী।
আরও উপস্থিত ছিলেন মাওলানা অধ্যক্ষ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, সুপার মাওলানা মোঃ জাকারিয়া খান সৌরভ, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ তাজুল ইসলাম মাষ্টার প্রমূখ। এসময় উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাওলানা মিজানুর রহমান আতিকী উপজেলা ওলামা বিভাগের ১৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মুফতি মোঃ আব্দুচছালাম, সহসভাপতি মাওলানা মোঃ মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মোঃ ফখরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মালেক,প্রচার সম্পাদক আ,জ,ম ফেরদৌস চৌধুরী, সাহিত্য সম্পাদক মাওলানা মোঃ শরিফুল্লাহ খান প্রমূখ।
অপরদিকে বুড়িচং পজেলার বাংলাদেশ মসজিদ মিশন কমিটির ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ শফিকুল ইসলাম, সহসভাপতি মাওলানা ইসমাইল হোসেন, মোঃ কামাল হোসেন, হাফেজ মাওলানা মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মাহাবুবুর রহমান সরকার, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ রবিউল্লাহ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আতিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ ওমর ফারুক সোহেল ও প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ইসলাম প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.