সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঋণের চাপ সহ্য করতে না পেরে মা-মেয়ের আত্মহত্যার সদস্য। তাদের লাশ উদ্ধার করেছে দেবপুর ফাঁড়ির পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালাপুর গ্রামে এ ঘটনা ঘটে।এ বিষয়টি বিকেল ৩টার দিকে নিশ্চিত করেছেন বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ প্রধান।
পুলিশ সূত্রে জানা যায়, ময়নামতি ইউনিয়নের জালালপুর হিন্দু বাড়ি থেকে এসআই মঞ্জুর রহমান ও সঙ্গীয় ফোর্স লাশ উদ্ধার করেন। নিহতরা হলেন—জালালপুর গ্রামের মৃত জীবন চন্দ্রের স্ত্রী নমিতা পাল (৪২) ও তার মেয়ে তন্নী রাণী পাল (১৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভাব-অনটন ও ঋণের চাপে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তারা। পুলিশের প্রাথমিক ধারণা, বিষপান করে আত্মহত্যা করেছেন মা-মেয়ে। স্থানীয় বাসিন্দারা জানান, তারা সাধারণ জীবনযাপন করতেন এবং এমন ঘটনার কথা কেউ ভাবেনি।
দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ প্রধান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.