সৌরভ মাহমুদ হারুন:
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসবে এসো বাংলাদেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বুধবার সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়ন এর কংশনগর বাজারে অবস্থিত কংশনগর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২ দিন ব্যপী তারুণ্যের উৎসব উদ্বোধন করা হয়। তারুণ্যের উৎসবে রয়েছে অর্ধশতাধিক রকমের শীতকালীন পিঠার আইটেম, মৃৎশিল্প, কুঠির শিল্প, নকশী কাথা ও বই মেলা উদ্বোধন অনুষ্ঠিত হয়। তারুণ্যের উৎসবে পিঠা, বই, মৃৎশিল্প, সহ ৮ স্টল বসে এবং এসব স্টলে মাটির তৈরি বিভিন্ন হান্ডি পাতিল সহ বিভিন্ন সামগ্রী, কুঠির শিল্পের বিভিন্ন পণ্য সামগ্রী,প্রদর্শন করা হয়েছে উদ্বোনের প্রথম দিনে।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাহালুল কবির। সার্বিক তত্বাবধান ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আবু তাহের, আলমগীর হোসেন, বিদ্যুৎ সাহী সদস্য নুরুন্নবী সোহেল।
আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক যথাক্রমে এ বি এম কামরুজ্জামান, আবুল কাসেম আজাদ, খায়রুন্নাহার বেগম, হোসন্নেহারা বেগম, মোঃ ইউসূফ আলী, মোঃ মফিজুল ইসলাম, তফুরে ন্নেছা,কামরুল হাসান ভাইয়া, জনি কুমার সাহা, আলেয়া বেগম, মাহমুদা আক্তার প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.