সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে শনিবার সকালে ২ নভেম্বর ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২৪ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 'সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ, উক্ত প্রতিপাদ্য বিষয় নিয়ে র্যালী শেষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক।
বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি. এর সভাপতি মোঃ ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মীর হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্হাপক এম হাবিবুর রহমান, ইউ আর সি ইন্সট্রাক্টর মোঃ মোস্তফা কামাল, সহকারী সমবায় কর্মকর্তা মোসা. মাহমুদা আক্তার, উপজেলা শ্রমিক দলের সেক্রেটারি মো. শহীদুল্লাহ, সমবায়ী যথাক্রমে মোঃ গোলাম মোস্তফা ভরাসার, মোঃ মোস্তফা বৈশাখী, মোঃ আব্দুস শহীদ, মোঃ সফিকুর রহমান, আব্দুর রব, আবুল বাশার, আশিষ চন্দ্র সাহা, সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির ম্যানেজার নাসরিন আক্তার, সুবেদার আব্দুল খালেক, অফিস সহকারী নুরুন্নাহার, অফিস সহায়ক মোঃ ইউনুস সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ। অনুষ্ঠান শেষে ৫ জন শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.