সৌরভ মাহমুদ হারুন
রোববার দুপুরে ৩১ আগষ্ট নানার বাড়িতে ভেড়াতে এসে মারিয়াম আক্তার নামের ২ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর দুর্গাপুর গ্রামে। বাড়ীর লোকজনের অজান্তে মারিয়াম আক্তার ঘর থেকে বের হয়ে খেলার ছলে পুকুরের পানিতে ডুবে মারা যায়। বাড়ীর লোকজন খোঁজাখুঁজি করে পুকুরে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মারিয়াম আক্তারের মামা মামুনুর রশীদ জানান তার বোন গত ৪-৫ দিন পূর্বে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচ থুবী ইউনিয়নের পাচ থুবী ডাক্তার বাড়ীর মেহেদী হাসান মিঠুর মেয়ে তার মায়ের সঙ্গে নানার বাড়ি বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর দূর্গাপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ শুয়া মিয়া মেম্বারের (নানার বাড়ি) ভেড়াতে আসে। গতকাল রোববার দুপুরে সে পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.