সৌরভ মাহমুদ হারুন
গোমতী নদীর কুমিল্লার বুড়িচং অংশে গরুর জন্য ঘাস নিয়ে সাঁতরে নদী পাড়ি দেওয়ার সময় আবু ইউসুফ (৫৫) নামে এক ব্যক্তি নিখোঁজের ৪ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৮ টায় বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের এতবারপুর এলাকার গোমতী নদীতে নিখোঁজের ঘটনা ঘটে। পরে বেলা সাড়ে ১১ টায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, এতবারপুর দক্ষিণপাড়া লাকি বাড়ি গ্রামের মৃত ছোরত আলীর ছেলে আবু ইউসুফ ও তার ভাই হুমায়ূন কবির মঙ্গলবার ভোরে গরুর জন্য ঘাস কাঁটতে গোমতী নদীর অপর প্রান্তে শ্রীপুরের চড়ে যায়। দুই ভাই ঘাস কাঁটা শেষে বস্তায় ভরে নদী পাড় হওয়ার জন্য পানিতে নামে। হুমায়ূন কবির নদীর কিনারে এসে আরেক ভাইকে না দেখতে পেয়ে খুজাখুজি শুরু করেন।
পরে চিৎকার করে স্থানীয় লোকজনকে একত্রিত করে নদীতে জাল ফেলে খুজাখুজি শুরু করেন। খবর পেয়ে বুড়িচং থেকে ফায়ার সার্ভিসের একটি দল এসে নিখোঁজের সন্ধানে নদীতে নামে।
অনেক খুজাখুজির পর বেলা সাড়ে ১১ টায় নিখোঁজ হওয়া স্থানে আবু ইউসুফের মরদেহ ও ঘাসের বস্তা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, খবর পেয়ে সকাল থেকে পুলিশের একটি দল ঘটনস্থলে যায়, সাড়ে ১১ টায় নদী থেকে মরদেহ উদ্ধার হয়েছে, পরিবারের সাথে কথা বলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.