সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার সকালে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর দক্ষিন উপজেলার বড়পুকুরপাড় এলাকায় ২০ অক্টোবর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লার বুড়িচং উপজেলার সিন্দুরিয়া পাড়া গ্রামের আখলাক হায়দারের ছেলে আদনান হায়দার এবং একই থানার পূর্বহুড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে মোঃ দুলাল।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন অঞ্চলে নাশকতা কার্যক্রম চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ৪ আগস্ট বুড়িচং এর নাজিরা বাজার এলাকায় ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরীহ ছাত্র-জনতার উপর অতর্কিত হামলা করে ককটেল বিস্ফোরণ এবং গুলি বর্ষণ করে। এ ঘটনায় অনেক নিরীহ ছাত্র গুরুতর আহত হয়। এ ব্যপারে বুড়িচং থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.