সৌরভ মাহমুদ হারুন
সোমবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এবং বাংলাদেশ ইউনিয়ন কল্যাণ এসোসিয়েশন বুড়িচং শাখার সংগঠনিক সম্পাদক আব্দুল করিম খান রিপন কে বুড়িচং থানা পুলিশ গ্রেফতার করেছে।
বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক জানান বুড়িচং থানা পুলিশ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা পরিষদ এলাকায় অভিযান চালিয়ে আব্দুল করিম খান রিপন মেম্বার কে গ্রেফতার করে। তিনি জানান গ্রেফতার ওই ইউনিয়ন পরিষদের মেম্বার উপজেলা বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। বিগত সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার উপর হামলাকারী এজাহার নামীয় আসামী। তার বিরুদ্ধে মামলা থাকার পুলিশ গ্রেফতার করেছে।
তিনি আরও জানান মঙ্গলবার সকালে বুড়িচং থানা পুলিশ গ্রেফতার আসামীকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.