ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইলে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মনকে নামাজের সেজদারত অবস্থায় ছুরিকাঘাতের ঘটনার মামলার আসামি পিতা পুত্র সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মুল আসামি সুমনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা পুলিশ।
৬ আগস্ট বুধবার রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আজিজুল হক।
ওসি জানায়,মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় সায়মন রেজাকে ছুরিকাঘাত করে আত্মগোপনে চলে যায় হামলাকারী মো. সুমন। তাকে বুধবার রাত ১২টার দিকে ঢাকা মীরপুর ভাষানটেক থানা পুলিশের সহযোগীতায় ও বুড়িচং থানা পুলিশ মামলার আসামি সুমনকে গ্রেপ্তার করেছে।এবং এলাকায় অভিযান চালিয়ে ঘাতকের পিতা আব্দুস সাত্তার কে ও গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়,মঙ্গলবার ৫ আগস্ট বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারে স্থানীয় ব্যবসায়ী,ছবিপাড়ার একতা কল্যাণ সামাজিক সংগঠন ইউনাইটেড ইউথ এবং সাধারণ মানুষের উদ্যোগে সায়মন টেলিকম এর স্বত্বাধিকারী সায়মন রেজাকে হত্যার চেষ্টার হামলাকারী সুমনকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা-বাগড়া সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্বসহ ৮ শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উক্ত মানববন্ধনের ৭ঘন্টার মধ্যে পুলিশ আসামিকে গ্রেপ্তার করেন।
উল্লেখ্য,গত শনিবার শংকুচাইল উচ্চ বিদ্যালয় মসজিদে এশার নামাজের সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন শংকুচাইল বাজারের সায়মন টেলিকমের মালিক মো. সায়মন রেজা (২৮)। এতে তার কিডনি ছিদ্র হয়ে বিকল হয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। আহত সায়মন শংকুচাইল দক্ষিণপাড়ার সাবেক সেনাসদস্য আলী হায়দারের ছেলে।অভিযুক্ত হামলাকারী সুমন শংকুচাইল কালিমুদ্দিন বাড়ির আব্দুস ছাত্তারের ছেলে। দোকানের বাকির টাকা চাওয়াকে কেন্দ্র করেই এ নৃশংস হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।স্থানীয়রা দাবি করেন, সুমন মাদক কারবারের সঙ্গে জড়িত।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান,মসজিদের ভেতরে ব্যবসায়ী সায়মনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সুমন। হত্যার চেষ্টা মামলার আসামি সুমন ও পিতা আব্দুস সাত্তার বুধবার রাতে ঢাকা মীরপুর ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.