সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার বুড়িচংয়ে মাদক সম্রাজ্ঞী রহিমা গংদের মাদক ও অসামাজিক কার্যকালপ বন্ধের দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী।
(৯ এপ্রিল ২০২৫) বুধবার দুপুরে বুড়িচং প্রেস ক্লাবের সামনে অফিস সড়কে বুড়িচং পূর্বপাড়া এলাকাবাসীর উদ্যোগে' চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে' এ শ্লোগানকে সামনে রেখে উক্ত মানববন্ধন করা হয়েছে। মানববন্ধন শেষে রহিমা গংদের ও এলাকার মাদক ব্যবসা, অসামাজিক কার্যকালপ বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার ও থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হকের বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।
উক্ত মানববন্ধনে প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন।মানব বন্ধনে বক্তারা বলেন,পরিবারের লোকজন অন্য এলাকা থেকে তাদের পাড়ায় জমি ক্রয় করে বসবাস করার সুবাধে পরিবারটি মাদক ব্যবসা শুরু করে। পরিবাররের পুরুষ এবং মহিলা সদস্যারা মাদক কারবারের পাশা-পাশি অসমাজিক কার্যকলাপের মাধ্যমে তাদের সমাজকে অনৈতিক কালো ছোয়ায় ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, আমাদের এই পূর্বপাড়ায় তিনটি মসজিদ, একটি মাদ্রাসা একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি কিন্ডারগার্টেন ও একটি মাজার শরীফ বিদ্যমান আছে। উল্লেখিত পরিবারটির দ্বারা কিশোর সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। রহিমা বেগমের নেতৃত্বে তার সহযোগী পপি আক্তার,রাসেল মিয়া ও ফারুকসহ অন্যান্য কারবারিরা ভারত থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তরে সাপ্লাই দিয়ে থাকে এবং এলাকার কিছু মানুষের মধ্যে মাদক সেবনের জন্য বিক্রি করে ও আড্ডাবসায়। প্রায় সময় বিভিন্ন ছেলে মেয়ে নিয়ে এসে তার লোকজনককে দিয়ে অসামাজিক কার্যকালাপে লিপ্ত থাকে।
এতে এলাকার কোনো ব্যক্তি তাদেরকে বাঁধা দিলে তাদেরকে হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেয় ও মামলা হামলার ভয় দেখায়।তারা উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন, বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন, আবদুর রশিদ, সফিক পুলিশ, ব্যবসায়ী আবু কালাম, মোঃ সোহেল, প্রবাসী জামাল হোসেন, কামাল হোসেন, প্রবাসী আতিকুর রহমান, রাসেল, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সায়মন, ইউসুফ ও আবু তাহের প্রমূখ। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন, আবদুর রশিদ, হাসমত উল্লাহ হাসু মেম্বার, সফিক পুলিশ, ব্যবসায়ী আবু কালাম, মোঃ সোহেল, প্রবাসী জামাল হোসেন, কামাল হোসেন, প্রবাসী আতিকুর রহমান, রাসেল, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সায়মন, ইউসুফ ও আবু তাহের,ফারুক হোসেন,সুমন, ফুল মিয়া,শামসু মিয়া,সোহেল সহ আরো অনেকে। উক্ত মানববন্ধনে বক্তারা মাদক ব্যবসায় ও অসামাজিক কার্যকালাপ বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.