সৌরভ মাহমুদ হারুন
শুক্রবার ১৮ এপ্রিল সকালে কুমিল্লা - বুড়িচং - মীরপুর সড়কের বুড়িচং নোয়াপাড়া এলাকায় একটি মালবাহী অটোরিকশা সড়ক থেকে ছিটকে খাদের পানিতে পড়ে চল আমিন (২৭) চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক। নিহত চালক ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে বলে জানা গেছে। তিনি আরও জানান পুলিশ লাশের সুরত হাল প্রতিবেদন তৈরি করেন এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় আত্মীয় স্বজনের নিকট পুলিশ লাশ হস্তান্তর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুনের একাধিক বস্তা বোঝাই করে ব্যাটারিচালিত অটোরিকশাটি বুড়িচং বাজার সংলগ্ন নোয়াপাড়া এলাকায় এসে খাদের পানিতে পড়ে যায়। এতে চালক আলামিন ওই অটোরিকশাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র আরো জানায়, অতিরিক্ত মালামাল থাকার কারণে একটি ব্রিজে ওঠার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় অটোরিকশাটির নিচে চাপা পড়েন চালক। অতিরিক্ত মালামাল থাকায় তাকে উদ্ধার করতে সময় লাগে। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.