সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী পিলার নং২৫৫ এর ৪০০ গজ অভ্যন্তর রোববার ১৬ মার্চ কৈখলা এলাকা দিয়ে দুই ভারতীয় নাগরিক অবৈধ ভাবে বাংলাদেশে অনু প্রবেশের সময় সুলতান পুর বিজিবির আটক করে।
সুলতান পুর বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান জানান যে রোববার ১৬ মার্চ সকাল সাড়ে ৮টায় সুলতান পুর ৬০ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এসময় ভারতীয় দুই নাগরিক অবৈধ ভাবে বাংলাদেশের সীমান্ত পিলার ২০৫৫ নম্বর এর ৪০০ গজ অভ্যন্তরে কৈখলা নামক স্থানে অবৈধ ভাবে অনু প্রবেশের সময় বিজিবি আটক করে। ভারতীয় নাগরিক হলো ধীরেন্দ্র দেব বর্মের ছেলে সঞ্চিত দেব বর্ম (৩০) এবং ধীরেন্দ্র দেব বর্ম ছেলে বিমল দেব বর্ম (২৩) উভয় ঠিকানা গ্রাম কোনাবন, পোষ্ট-বিশালঘর, থানা—মধুপুর, জেলা—সিপাহীজলাকে পাসপোর্ট বিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত ভারতীয় নাগরিকদের অবৈধভাবে পাসপোর্ট বিহীন ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.