মো: কাওসার, রাঙ্গামাটি
বুদ্ধিজীবীদের হত্যা করেও বাংলাদেশকে দমিয়ে রাখা যায়নি বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। তিনি বলেন, পাকিস্তানীরা তাদের পরাজয় নিশ্চিত জেনে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা দেশে ফিরে এসে দেশ গঠনে হাত দেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রাঙামাটি জেলা প্রশাসক বলেন, যে শহিদদের হত্যা করেছে তাঁরা বেঁচে থাকলে জাতির পিতার দেশ গঠনে সহযোগিতার হাত বাড়াতে পারতেন। ঘুরে দাঁড়ানো বাংলাদেশ বড় ধাক্কা খেয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগষ্ট। স্বাধীনতা বিরোধীরা জাতির পিতার পুরো পরিবারকে হত্যা করে দেশকে আবারো ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ দেশকে বিশ্বের উন্নয়ন কাতারে পৌঁছে দিয়েছে। পাকিস্তানের জনগণ আজ তাদের রাষ্ট্রকে বাংলাদেশের মতো বানানোর জন্য তাদের সরকারকে বলছে। এটাই আমাদের গর্ব।
রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফেরদৌস ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.