ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলায় আরাগ আনন্দ পুর উত্তর পাড়ায় এক বিয়ে বাড়িতে আগুন লেগে ৫ শত লোকের আয়োজন করা খাবার আর ২ টি বসত ঘর বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানায় শুক্রবার ১০ অক্টোবর রাত আনুমানিক ৩ টায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২ টি বসতঘর ও গোয়ালঘর ২ টি, বিয়ের প্যান্ডেল, রান্না খাবার, ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং ফায়ার স্টেশনের কর্মকর্তা জহিরুল ইসলাম।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন ও সাংগঠনিক সম্পাদক আবু নাসিমর মুন্সি জানান, বিদ্যুৎ শর্ট সার্কিস থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বসতঘর ২টি, গোয়াল ঘর ২ টি এবং নাজমুল ও রুবলের জেঠাত ভাই নাছির উদ্দীনের ভাতিজি এনামুলের মেয়ে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল, রান্না করা খাবার, ঘরের ৩ টি ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতি পরিমাণ ১৫-২০ লাখ টাকা হতে পারে।
উল্লেখ্য যে নাছির উদ্দীনের ভাতিজি এনামুলের মেয়ে বিয়ের ঠিক হয় পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়ার হুমায়ুন কবির এর ছেলে দুবাই প্রবাসী আরাফাত রহমান সঙ্গে। আর ৫ শত বর যাত্রী গিয়ে খাওয়া দাওয়া করে বউ উঠিয়ে আনবে। এ আশায় ছাই পড়ল ৫ লোকের রিজিক পুড় আগুনে।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বুড়িচং ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে বুড়িচং ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি তাঁর ২টি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। বসতঘর ও গোয়াল ঘর, বিয়ের প্যান্ডেল, রান্না খাবার, ফ্রিজ পুড়ে গেছে। তবে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ উদ্ধার করেন ১৫ লাখ টাকায় মালামাল।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান, বুড়িচং উপজেলা ইউএনও তানভীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড.সাইফুল আলম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.