সৌরভ মাহমুদ হারুন
কুমিল্লার বুড়িচং উপজেলায় সাড়ে ৫২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২। শনিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে হরিনধরা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—মোঃ আলম (৩৮) ও মোঃ ইমরান (২৮)। এ সময় গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোমিশুক জব্দ করা হয়।
র্যাব জানায়, আটক আলম কুমিল্লার কোতয়ালী মডেল থানার শরিফপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে এবং ইমরান বুড়িচংয়ের সিন্দুরিয়াপাড়া গ্রামের মৃত ওলিউল্লাহর ছেলে। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযানে র্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.