বৃষ্টি ভালোবাসো ?
- মো.খলিলুর রহমান
তুমিও কি আমার মতো বৃষ্টি ভালোবাসো?
আমার কথা আসলে মনে মুচকি করে হাসো?
বৃষ্টি এলে এই মনেতে যেমন খুশির বান!
তোমার মনে তেমনি কি গো শান্তি অফুরাণ?
বৃষ্টি যেমন দেয় ধুয়ে দেয় সকল আবিলতা,
তুমিও তেমন সংগীটি হও দিয়ে ব্যাকুলতা!
তবেই পাবো সৃষ্টি সুখের পরম অনুপ্রাস,
আসবি কি তুই এই ভূবনে যেমন করে চাস?
মন ময়ূরি নাচবে যবে বৃষ্টি ভেজার সুখে!
আসবে তখন আসবে বলো এই তৃষিত বুকে?
বৃষ্টি ভেজায় দেহের পরত তুমি ভেজাও মন,
দুই মনেতে এক বাসনা খুবই প্রয়োজন।
তবেই হবে বৃষ্টিবিলাস সৃষ্টি বিলাস ওরে!
হৃদ ছুঁয়ে যাক হৃদের কপোল আলতো চুমুর ঘোরে।
বৃষ্টিবিলাস সৃষ্টি বিলাস করো আয়োজন,
তাইতো তোমায় এ তল্লাটে বড়ই প্রয়োজন।
বৃষ্টি নামে ঝমঝমিয়ে মন জমিয়ে ঐ
বৃষ্টি নামে মনের পাড়ায় কোথায় তুমি সই?
আসতে যদি প্রেমের নদী বইতো হৃদ অন্দরে,
ভিড়বে তখন জীবন তরী সুখন বন্দরে!
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.