সম্প্রতি চীনের কেন্দ্রীয় শহর কর্মসম্মেলন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনে বক্তৃতা দেন।
বক্তৃতায় সি নতুন যুগে চীনের শহর-উন্নয়নের সাফল্য তুলে ধরেন, শহুরে কাজের মুখোমুখি পরিস্থিতি বিশ্লেষণ করেন এবং ভালোভাবে শহুরে কাজ করার জন্য সামগ্রিক প্রয়োজনীয়তা, গুরুত্বপূর্ণ নীতি ও মূল কাজগুলো স্পষ্ট করেন।
সম্মেলনে বলা হয়, চীনের নগরায়ণ দ্রুত প্রবৃদ্ধির সময়কাল থেকে স্থিতিশীল উন্নয়নের সময়কালে স্থানান্তরিত হচ্ছে এবং শহর উন্নয়ন বড় আকারের ক্রমবর্ধমান সম্প্রসারণের পর্যায় থেকে বিদ্যমান সম্পদের গুণগত মান ও দক্ষতা উন্নত করার ওপর মনোযোগ দেওয়ার পর্যায়ে স্থানান্তরিত হচ্ছে। শহর উন্নয়নের কাজ গভীর বোধগম্যতার ওপর ভিত্তি করে হওয়া উচিত এবং পরিস্থিতির পরিবর্তনের সাথে সক্রিয়ভাবে খাপ খাইয়ে নেওয়া উচিত। শহর উন্নয়নের ধারণা জনগণকে কেন্দ্র করে পরিবর্তন করা উচিত।
সম্মেলনে আরও বলা হয়, শহর উন্নয়নের ধরণ পরিবর্তন করতে এবং নিবিড় ও দক্ষ উন্নয়নের দিকে আরও মনোযোগ দিতে হবে; শহর উন্নয়নের চালিকাশক্তিকে রূপান্তরিত করতে এবং চারিত্রিক উন্নয়নের দিকে আরও মনোযোগ দিতে হবে; শহুর কাজের কেন্দ্রবিন্দু পরিবর্তন করতে এবং প্রশাসনিক বিনিয়োগের দিকে আরও মনোযোগ দিতে হবে; শহুরে কর্মপদ্ধতি পরিবর্তন করতে এবং সামগ্রিক পরিকল্পনা ও সমন্বয়ের দিকে আরও মনোযোগ দিতে হবে।
সম্মেলনে শহুরে কর্মকাণ্ডে সাতটি গুরুত্বপূর্ণ কাজ চিহ্নিত করা হয়েছে। আধুনিক শহুরে ব্যবস্থা উন্নয়ন; প্রাণবন্ত ও উদ্ভাবনী শহর গড়ে তোলা; আরামদায়ক ও সুবিধাজনক বাসযোগ্য শহর গড়ে তোলা; সবুজ ও নিম্ন কার্বন সুন্দর শহর গড়ে তোলা; নিরাপদ, সুরক্ষিত ও স্থিতিস্থাপক শহর গড়ে তোলা; নৈতিকতা ও দয়ার সভ্য শহর গড়ে তোলা; এবং সুবিধাজনক ও দক্ষ স্মার্ট শহর নির্মাণ করার ওপর গুরুত্ব দেওয়া হয় সম্মেলনে।
সম্মেলনে প্রধানমন্ত্রী লি ছিয়াং সংক্ষিপ্ত বক্তৃতা করেন।
সূত্র: ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.