চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত বৃহস্পতিবার সকালে, বেইজিংয়ের মহাগণভবনে চীনে রাষ্ট্রীয় সফরে থাকা ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সঙ্গে বৈঠক করেছেন।
সি চিন পিং এ সময় উল্লেখ করেন যে, চীন ও ব্রুনাইয়ের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্বের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৩০ বছরে, উভয়পক্ষ ক্রমাগত রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর করেছে, উন্নয়ন কৌশলগুলোকে সক্রিয়ভাবে সমন্বিত করেছে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতায় ফলপ্রসূ হয়েছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে সুসমন্বয় বজায় রেখেছে, বৃহৎ ও ছোট দেশগুলোর মধ্যে সমতা, পারস্পরিক সুবিধা এবং জয়-জয় সহযোগিতার উদাহরণ স্থাপন করেছে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধিতে ইতিবাচক অবদান রেখেছে।
চীন ও ব্রুনাইয়ের মধ্যে একটি অভিন্ন ভবিষ্যতের কমিউনিটি প্রতিষ্ঠা সময়ের সাধারণ ধারার সাথে সঙ্গতিপূর্ণ, দুই দেশ ও তাদের জনগণের মৌলিক স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দু’পক্ষের উচিত সুযোগটি কাজে লাগানো, পারস্পরিক উপকারী সহযোগিতা এবং কৌশলগত সমন্বয় আরও গভীর করা, একে অপরকে সম্মান করা, সৎ হওয়া এবং একে অপরের উপর আস্থা রাখা এবং সর্বদা সমুদ্রের ওপারে ভালো প্রতিবেশী, একে অপরের বিশ্বাসী ভালো বন্ধু এবং সাধারণ উন্নয়নের জন্য ভালো অংশীদার হওয়া।
সি চিন পিং জোর দিয়ে বলেন যে, চীন জাতীয় উন্নয়নের পথে ব্রুনাইয়ের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে এবং দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনতে ইচ্ছুক। উভয়পক্ষের উচিত ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’র আওতায় যৌথ নির্মাণ এবং ব্রুনাইয়ের ‘ভিশন ২০৩৫’ কৌশলের মধ্যে সংযোগ জোরদার করা, কুয়াংসি-ব্রুনাই অর্থনৈতিক করিডোর এবং হেংই পেট্রোকেমিক্যালের দুটি প্রধান প্রকল্পের প্রচার করা এবং চীন-আসিয়ান পূর্বাঞ্চলীয় বৃদ্ধি অঞ্চল এবং ‘নতুন স্থল-সমুদ্র করিডোর’ দ্বৈত কেন্দ্র নির্মাণ করা।
চীন ব্রুনাইতে আরও কোম্পানিকে বিনিয়োগ ও ব্যবসা করতে উৎসাহিত করতে, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন শক্তি শিল্পের উন্নয়নে ব্রুনাইকে সহায়তা করতে এবং দেশটির অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে সহায়তা করতে ইচ্ছুক। চীন হাইব্রিড ধান গবেষণায় সহযোগিতা পরিচালনায় দুই দেশকে সমর্থন করে এবং চীনে উচ্চমানের কৃষি ও মৎস্য পণ্য রপ্তানি সম্প্রসারণের জন্য চীন আন্তর্জাতিক আমদানি মেলা এবং চীন-আসিয়ান এক্সপোর মতো প্ল্যাটফর্মগুলোর সদ্ব্যবহার করার জন্য ব্রুনাইকে স্বাগত জানায়।
উভয়পক্ষের উচিত জনগণের সাথে জনগণের বিনিময়ের চমৎকার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া, শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, স্থানীয় বিষয়াবলী এবং খেলাধুলায় বিনিময় ও সহযোগিতা আরও গভীর করা, যৌথভাবে একটি সমান ও সুশৃঙ্খল বহুমেরু বিশ্ব এবং সকলের জন্য উপকারী এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নকে উৎসাহিত করা, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রচারে সক্রিয় ভূমিকা পালন করা।
হাসানাল বলকিয়াহ প্রেসিডেন্ট সি চিন পিং এবং চীনা জনগণকে সপবর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে চীন টেকসই এবং দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখেছে এবং লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করেছে, যা একটি উল্লেখযোগ্য অর্জন। চীন তিনটি প্রধান বৈশ্বিক উদ্যোগ সামনে এনেছে, বিশ্ব শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং একটি প্রধান দেশ হিসেবে তার দায়িত্ব প্রদর্শন করেছে। ব্রুনাই এবং চীন সর্বদা একে অপরকে সম্মান এবং বিশ্বাস করে আসছে। দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমাগত বিকশিত হচ্ছে এবং তারা ব্রুনাই এবং চীনের জন্য একটি অভিন্ন কল্যাণের কমিউনিটি গঠনের দিকে হাতে হাত মিলিয়ে কাজ করছে। ব্রুনাইয়ের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ কৌশলের প্রতি সমর্থনের জন্য আমরা চীনকে ধন্যবাদ জানাই। দুই দেশের মধ্যে সহযোগিতা ব্রুনাইয়ের জনগণকে উপকৃত করেছে। ব্রুনাই দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং দুই দেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনতে চীনের সাথে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব সুসংহত করতে ইচ্ছুক। ব্রুনাই চীনের সাথে রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদার করতে, বাণিজ্য, কৃষি, মৎস্য, জ্বালানি ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে এবং জনগণের সাথে জনগণের বিনিময়কে উৎসাহিত করতে ইচ্ছুক। বর্তমানে, আন্তর্জাতিক সম্প্রদায় নতুন জটিল পরিস্থিতি এবং চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ব্রুনাই, চীনের সাথে সহযোগিতা জোরদার করতে, বহুপাক্ষিকতাবাদ এবং মুক্তবাণিজ্য মেনে চলতে এবং উন্নয়নশীল দেশগুলোর সাধারণ স্বার্থ রক্ষা করতে ইচ্ছুক।
উভয়পক্ষ ‘কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব গভীরতর করা এবং চীন ও ব্রুনাইয়ের জন্য অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের বিষয়ে গণপ্রজাতন্ত্রী চীন এবং ব্রুনাই দারুসসালামের যৌথ বিবৃতি’ জারি করেছে।
আলোচনার পর, দুই রাষ্ট্রপ্রধান যৌথভাবে ন্যায়বিচার, ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’ যৌথ নির্মাণ, অর্থনীতি ও বাণিজ্য, মিডিয়া ইত্যাদি ক্ষেত্রে বেশ কয়েকটি সহযোগিতা দলিল স্বাক্ষর প্রত্যক্ষ করেন।
সূত্র : স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.