প্যারিসে এআই কার্যক্রমের শীর্ষ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ফু ইং ১০ ফেব্রুয়ারি বলেছেন, এআই প্রযুক্তির বৈশ্বিক প্রশাসনের ভূ-রাজনীতির হস্তক্ষেপ ঠেকানো উচিৎ। আন্তর্জাতিক সমাজর সাথে যৌথ প্রচেষ্টা চালিয়েছে বেইজিং এআই প্রযুক্তির নিরাপদ উন্নয়ন বাস্তবায়ন করতে ইচ্ছুক বলেও জানান তিনি।
ফু ইং আরো বলেন, চীন সরকারের উদ্যোগে এআই নিরাপত্তা গবেষণাগার (এআইএসআই) প্রতিষ্ঠিত হয়েছে। চীনে এআই প্রযুক্তির প্রয়োগ ও নিরাপত্তার প্রশাসন একটি বহুমুখী পরিবেশ রয়েছে, তাতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং শিল্পপ্রতিষ্ঠান নিরাপত্তা প্রশাসনের ওপর নজর রাখে। এমন নেটওয়ার্ক স্থাপনে সবাই সংশ্লিষ্ট জ্ঞান ও তথ্য বিনিময় করতে সক্ষম এবং আন্তর্জাতিক সংলাপ ও সহযোগিতায় অংশ নিতে পারে। লন্ডনে ব্লেচলি শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছে চীন এবং বিভিন্ন দেশের এআইএসআই’র উন্নয়নের ওপর মনোযোগ দেয়।
এআই ঝুঁকি নিয়ন্ত্রণে চীনে দু’টি পদক্ষেপ নেওয়া হয়েছে। একটি হল এআই প্রয়োগের ঝুঁকি এড়ানো। ২০১৭ সালে ‘নতুন প্রজন্মের এআই প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা’ প্রণয়ণ করেছে চীন এবং এআই’র নিরাপদ, নিয়ন্ত্রিত ও টেকসই উন্নয়নের চাহিদা পেশ করা হয়েছে। বর্তমানে অর্থনীতি, শহর প্রশাসন, চিকিৎসা ও বিজ্ঞান প্রযুক্তি গবেষণায় বিভিন্ন খাতে প্রয়োগ করা হয়েছে এআই প্রযুক্তি। অন্যদিকে আন্তর্জাতিক সহযোগিতা ও ভবিষ্যত ঝুঁকি এড়ানোয় বৈশ্বিক এআই প্রযুক্তির প্রশাসন উদ্যোগ প্রকাশ করেছে এবং ব্লেচলি ঘোষণা স্বাক্ষর করেছে। বিভিন্ন পক্ষের সাথে এআই কর্মদক্ষতার আন্তর্জাতিক সহযোগিতার প্রস্তাব বাস্তবায়ন করেছে, যা বিশ্বের ১৪০টিরও বেশি দেশের সমর্থন পেয়েছে।
তিনি আরো বলেন, চলমান ভূরাজনৈতিক হস্তক্ষেপের কারণে চীন ও মার্কিন এআই সহযোগিতার বিষয়ে হতাশা প্রকাশ করেছে অনেকে। বর্তমানে চীনের বিজ্ঞান প্রযুক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও দমন ব্যবস্থা বৈশ্বিক সহযোগিতার সুষম পরিবেশ নষ্ট করেছে। বিজ্ঞান-প্রযুক্তির দ্রুত উন্নয়ন এবং চীন-মার্কিন সম্পর্কের আরো উত্তেজনাময় পরিস্থিতি জটিল অবস্থা সৃষ্টি করেছে। কেবল দু’টি বড় দেশের সহযোগিতায় এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব।
চীন-মার্কিন সহযোগিতা এবং বৈশ্বিক প্রশাসনের বিষয় ঠাণ্ডা মাথায় বিবেচনা করে চীন, মতভেদ থাকলেও পারস্পরিক কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগ নজর রাখার চেষ্টা করে। পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে সহযোগিতার মাধ্যমে অভিন্ন স্বার্থ অর্জন চায় চীন।
উল্লেখ্য, ১০ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এআই কার্যক্রম শীর্ষ সম্মেলন প্যারিসে আয়োজিত হয়েছে।
সূত্র: সুবর্ণা-হাশিম-রুবি,চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.