জুয়েল হোসেন
শনিবার দুপুরে গাছ চাপায় বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়ন এ-র তালিমনগড় গ্রামের কাজু শেখের ছেলে মোকাম শেখ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় ভ্যানচালক। স্থানীয়দের কাছে জানা যায় কোবাদ খাঁ ও হবি খাঁ দুই ভাই ত্রিমহনী বাজারের পাশে বাদাই নদীর বেড়িবাঁধের কাছে ভ্যান চালক মোকাম শেখ কে নিয়ে যায়। মোকাম শেখ উক্ত স্থানে পৌছাঁতেই সেটি মোকামের শরীরের উপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মোকামের ছেলে রিয়াজ এ-র সাথে যোগাযোগ করলে, তিনি বলেন আমার বাবাকে তারা গাছ নেওয়ার জন্য ভ্যান নিয়ে যেতে বলেন। পরে আমরা তার মৃত্যুর সংবাদ পাই।
বাবার মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
এলাকার বাসিন্দারা জানান কাটা গাছটি সরকারি রাস্তার, কোবাদ খাঁ ও হবি খাঁ পূর্বে ও সরকারি গাছ কেটে নিয়ে যায়।
এলাকাবাসী বিসয়টি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সঠিক বিচার দাবি করেন
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.