
বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারত যাতায়াত যাত্রীদের মধ্যে জাল ভ্রমন কর দিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।
আর এ জাল ভ্রমন সহ একাধিকবার পাসপোর্ট যাত্রী ধরা পড়লে ও রাষ্ট্রের নিয়োজিত কোন সংস্থা এর দায়ভার নিচ্ছে না কোন এক অদৃশ্য কারনে। শুক্রবার বেলা ১২ টার সময় ৫ ভারতীয় পাসপোর্ট যাত্রী জাল ট্যাক্স সহ ধরা পড়লেও যাত্রীদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
কাস্টমস, ইমিগ্রেশন, সোনালী ব্যাংক, স্থল বন্দর কর্তৃপক্ষ সহ কয়েকটি গুরুত্বপুর্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করে বেনাপোল চেকপোষ্ট এলাকায়। সকলে সরকারী ভ্রমন কর ফাঁকির ঘটনা জেনেও মামলা করে স্বাক্ষী দেওয়ার ঝামেলা থেকে এড়াতে এসব চক্রের নামে মামলা করছে না এবং প্রয়োজনীয় কোন পদক্ষেপ না নেওয়ায় সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব।
ভারতীয় যাত্রীরা হলেন অলোক মল্লিক (৪৬) বিশ্বজিৎ দেবনাথ (৪৬) প্রনয় মন্ডল (৩৮) শিল্পী বিশ্বাস (৩২) রাজু বিশ্বাস (৩৪)।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.