ঈদে নানির বাড়ি বেড়াতে এসে সাবিত নামে ৩ বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামে।
নিহত শিশু সাবিত শার্শা উপজেলার বাগাআঁচড়া ইউনিয়নের টেংরা গ্রামের প্রবাসি আব্দুস সালামের ছেলে। জানা যায়, ঈদের দ্বিতীয় দিন বিকালে সাবিতের মা সাবিত কে নিয়ে বেনাপোল ইউনিয়নের গয়ড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে প্রতিবেশী বাচ্চাদের সাথে খেলতে যায় সাবিত, কিন্তু সবাই ফিরে এলেও সাবিত ফিরে আসেনি, তখন সবাই খুজতে থাকে, না পেয়ে এক পর্যায়ে নিকটস্থ পুকুরের পানিতে ৩০ মিনিট খোঁজাখুঁজির পরে ডুবুন্ত অবস্থায় সাবিতকে পাওয়া যায়। ততক্ষনে শিশু সাবিত মারা গেছে।
বেনাপোল গয়ড়া গ্রামের ইউপি সদস্য মিন্টু সরদার জানান, আমি খবর পাওয়া সাথে সাথে ঘটনা স্থলে যায়, এবং তার দাদার বাড়িতে খবর পাঠায়, পরে শিশুটির দাদা দাদি আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.