যশোর জেলা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বেনাপোলে রফতানি পণ্যবাহী ট্রাকের চাপায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে
সকালে স্কুলে যাওয়ার সময় আনিকা নামে ওই ছাত্রী দুর্ঘটনার শিকার হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। ঘাতক ট্রাক ও এটির চালককে আটক করেছে পুলিশ।
আনিকা বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। এদিকে, ওই ছাত্রীর পরিবার, গ্রামবাসী ও শিক্ষার্থীরা বিচারের দাবিতে মানববন্ধন করেছে।
স্থানীয়রা জানান, রাস্তার এক পাশ দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল আনিকা। এ সময় ট্রাকের চাপায় গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, চালক আটক ও ট্রাক জব্দ করা হয়েছে
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.