উৎপল ঘোষ, যশোর প্রতিনিধি:
যশোর বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ১৮ টি ককটেল বোমা উদ্ধার করেছে যশোর র্যাব -৬।
আজ ২ সেপ্টেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামে কয়েকজন বিস্ফোরককারী বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য সহ নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবস্থান করছে।
র্যাব-৬, কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন বলেন, একটি আভিযানিক দল উক্ত স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ বাদল হোসেন অজ্ঞাতনামা ০২/০৩ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এ সময় উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনের সম্মুখে পলাতক আসামী গাজিপুর বড় আঁচড়ার মোঃ আব্দুল জলিলের পুত্র বাবুল হোসেন যশোর এর ভাড়া বাড়ি তল্লাশী করে ঘরের পাশে মাটির নিচে পুতে রাখা ১৮ টি ককটেল বোমা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত বিপুল পরিমাণ ককটেল বোমা যেকোন বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য পূর্ব পরিকল্পিতভাবে একত্রিত করা হয়েছে।
উদ্ধারকৃত আলামত বেনাপোল পোর্ট থানায় থানায় হস্তান্তর করা হয়। পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.