২৩ আগস্ট গত (বৃহস্পতিবার) সকালে মিনস্কে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে মিলিত হন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং।
বৈঠকে লি ছিয়াং বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৩২ বছরে, চীন-বেলারুশ সম্পর্ক অনেক শক্তিশালী হয়েছে; আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারেনি।
তিনি আরও বলেন, বেলারুশের সাথে যৌথভাবে দু’দেশের রাষ্ট্র-প্রধানদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে চায় চীন। পাশাপাশি, দু’দেশের সার্বক্ষণিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও উন্নত করতে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা এগিয়ে নিতে, এবং চীন-বেলারুশ শিল্পপার্কের মতো প্রকল্প বাস্তবায়ন করতে আগ্রহী চীন।
এ সময় প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেন, বর্তমানে দু’দেশের সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ মানে রয়েছে। কেন্দ্রীয় স্বার্থ রক্ষার প্রশ্নে দু’দেশ সবসময় একে অপরকে সমর্থন দিয়ে থাকে। বেলারুশ চীনের সাথে উচ্চ পর্যায়ের যোগাযোগ ঘনিষ্ঠতর করতে, আর্থ-বাণিজ্যিক ও কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করতে, এবং সার্বিকভাবে দু’দেশের সম্পর্ককে আরও উন্নত করতে আগ্রহী।
সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.