কুমিল্লা প্রতিনিধি
মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে না রাখায় ও বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আগামী মার্চ পর্যন্ত ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের খবরে দাম বেড়ে যায়। পেঁয়াজের দাম বাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের নির্দেশে শনিবার (৯ ডিসেম্বর) বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। বাজারে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় এবং মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে না রাখায় পাঁচজন বিক্রেতাকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ছামিউল ইসলাম। এ কাজে সহযোগিতা করেন বুড়িচং থানা পুলিশের চৌকস টিম। ছামিউল ইসলাম বলেন, পেঁয়াজসহ অন্যান্য দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি রোধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.