বৈদেহী
কাকলী পাল উত্তরা
অহর্নিকা নির্মোহে সীমন্তিনী বৈদেহী,
সীতার সতীত্ব আজ প্রমানিত!
অক্ষয়বট আজো দীর্ঘজীবী;
বৃক্ষ মূলের নাড়ীর আকর্ষণে,
অযোনী সম্ভবা মৃত্তিকা কন্যা।
বৈদেহীর অব্যক্ত ক্রন্দন
বিশল্য করণীর নির্যাসে বিলীন,
আদিম পৌরুষের দম্ভে,
ক্ষত বিক্ষত আমার পূর্ব জন্ম।
বন্ধ্যা জমিনে সন্দেহের বীজ,
সামাজিক নিদান বিষহীন হেলে,
ধর্ষকের বেশে অন্ধ অর্বাচীন,
উদগ্র কামনায় হারায় সংযম।
দুঃসহবাস রেড লাইট জোনে
বেআব্রু পৌরুষ সম্ভ্রম।
হিপোক্রীট সুজন....তুমি,
ব্যর্থ কলম সৈনিক;
মৃত্যু উপত্যকায় বিদেহী আত্মার আত্ম হনন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.