প্রেমা: ১৮ জুলাই চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্টের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরির সাথে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে লি ছিয়াং বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কুফল মোকাবিলায় সকল দেশের সমন্বয়ে যৌথ শক্তি গড়ে তুলতে হবে। এ ছাড়া, “জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামো কনভেনশন” ও “প্যারিস চুক্তি”-তে নির্ধারিত লক্ষ্য ও মৌলিক নীতিতে অবিচল থাকতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোকে আরও বেশি আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য-সহযোগিতা দিতে হবে।
জবাবে জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের শীর্ষ দুই অর্থনীতি; আবার এই দুটি দেশ বিশ্বের সবচেয়ে বেশি কার্বনও নিঃসরণ করে থাকে। এ প্রেক্ষাপটে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দু’দেশকে যৌথভাবে কাজ করতে হবে। যুক্তরাষ্ট্র দু’দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে এবং যৌথভাবে জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে আগ্রহী।
সূত্র: চায়না মিডিয়া গ্রুপ।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.