ষ্টাফ রিপোর্টার
প্রতাফতার অন্তরা বৈষম্যহীন চারণ সাংবাদিক মানবাধিকার আন্দোলনে প্রথমসারির অকুতোভয় সূর্য সৈনিক মোঃ দুলাল মিয়ার ৫২ বছর পূর্তি, মিলাদ, দোয়া, কেক কেটে আনন্দ আয়োজন করেছে সম্মিলিত সাংবাদিক, মানবাধিকার কর্মী সামাজিক কাজে নিবেদিত সহকর্মীরা।
৩১ডিসেম্বর ২০২৪ইংবিকেলে রাজধানীর ফকিরাপুল প্রথমগলি রহমান ম্যানশনে এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফায়উন্ডেশন সম্মেলন কক্ষে আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়।
৫২ পেরিয়ে ৫৩ বছরে পদার্পণ করায় মোঃ দুলাল মিয়ার কর্মজীবন এর উপর আলোচনা করেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান প্রফেসর এম শরিফুল ইসলাম। ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া, বাংলাদেশ মুদ্রণ শিল্প কারীগর সংস্থা ও সংগঠনের উপদেষ্টা কাজী মাসুদুর রহমান, মডার্ণ কম্পিউটার এর মালিক ও সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবদিন।
রুপালী লাইফ ইন্স্যুরেন্স এর জোনাল ম্যানেজার মানবাধিকার পরিচালক মোঃ কামাল হোসেন,নারী গৃহকর্মী কল্যাণ পরিষদ নেত্রী হাসুরা বেগম, রাজউক প্লানার ইদ্রিস আলী মোড়ল, সাংবাদিক আমিনুল ইসলাম, বাংলাদেশ ছিন্নমূল গার্মেন্টস কর্মী ঐক্যজোট এর উপদেষ্টা অহিদা খাতুন, বাংলাদেশ মুক্তিপার্টির প্রধান শামসুল উলামা ডন,জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম,বাংলাদেশ হিন্দু সমাজ সংঘের পরিচালক জয় কুমার বিশ্বাস, মানবাধিকার কর্মী মোঃ শাকিল হাওলাদার স্বাধীন, ভারত বাংলা ফ্রেন্ডশিপ এর আহ্বায়ক খোকন চৌধুরী, কাউসার রহমান জাহিদ, এম ইচ আরমান চৌধুরী সহ আরো অনেকে।এ সময় জীবন কর্ম নিয়ে আলোচনায় সকলে নিজ কর্মজীবন আলোকিত রেখে কাজ করার, হিংসা ভেদাভেদ ভূলে দেশের কল্যাণকর কাজে এগিয়ে আসতে আহবান জানান। কেক কেটে একে অন্যকে মুখোরোচক করিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.