মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর)
গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা ও বিডি ক্লিন এর ৬০ স্বেচ্ছাসেবক।
(বুধবার ৯ অক্টোবর ২৪) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালীগঞ্জ পৌর প্রশাসক ইমাম রাজী টুলু কালীগঞ্জ পাইলট স্কুলের মাঠে বিডি ক্লিন এর কার্যক্রম উদ্বোধন করেন।
পরে বিডি ক্লিনের ৬০ জন স্বেচ্ছাসেবকের একটি দল হামিম গ্রুপ গেট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তার দুই পাশে পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরুকরে। এ সময় জন সচেতন করার জন্য মাইকিং করতে দেখা যায়। বিভিন্ন দোকানে দোকানে সেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকতে অনুরোধ করেন।
এ সময় স্বচ্ছাসেবক সমন্বয়ক মিনহাজুল ইসলাম আমাদের প্রতিনিধি কে বলেন, আমাদের স্বেচ্ছাসেবক সদস্যরা কালীগঞ্জকে সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কাজ করে যাচ্ছে। নগরী পরিস্কার পরিচ্ছন্নতা থাকলে আমরা সবাই সুস্থ্য থাকবো।
বিডি ক্লিন স্বেচ্ছাসেবক এর দলনেতা ইসতিয়াক আহমেদ (ফয়সাল) বলেন, এ কাজটি শুধু আজকের জন্য নয়। এটি রুটিন অনুযায়ী প্রতি সপ্তাহে কাজ করা হবে। এ ভাবে সাড়া দেশকে পরিবর্তন করতে হবে।
এলাকাবাসীর পক্ষে সাদিয়া আক্তার সুমা আমাদের প্রতিনিধিকে জানান বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন। তাদের এধরনের কাজে স্বাগত জানিয়ে বলেন তারা আগামী প্রজন্মের নেতৃত্ব দিতে পারবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.