স্টাফ কোয়ার্টার
চট্টগ্রামের বোয়ালখালীতে দুই সন্তান সহ সবিতা আচার্য্য নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।
গত রবিবার (২০ অক্টোবর ২০২৪) আনুমানিক বিকাল ৩টায় পারিবারিক কলহের জেরে পূর্ব গোমদন্ডী ৩নং ওয়ার্ডস্থ ছন্দারিয়া গ্রামের নিজ শশুর বাড়ী থেকে রাগ করে চার ও ছয় বছরের দুই সন্তান প্রিয়সী ও পিয়ুষকে সাথে নিয়ে বেড়িয়ে গিয়ে নিখোঁজ হয়েছে বলে জানান সবিতা আচার্য্যের স্বামী রুবেল দাস।
সম্ভাব্য সব যায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে বোয়ালখালী থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়।
তাদের নিখোঁজ হওয়াতে স্বামী রুবেল দাস ও তার পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।
এমতাবস্থায় কেউ তাদের সন্ধান পেয়ে থাকলে (স্বামী রুবেল দাস : 01831122913) (জেঠু তুষারের বাবা : 01873152774) এ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবার থেকে বিনীতভাবে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.