বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগস্ট) বিকালে বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় কালে শিক্ষার্থীরা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
শিক্ষার্থীরা মত-বিনিময় সভায় তাদের বক্তব্যে বলেন, ছাত্রদের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও এ স্বাধীনতা বাংলাদেশের সব মানুষের। তবে এ আন্দোলনে শহীদদের ভুলে যেন না যাই। এ মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। দেশের অন্যান্য এলাকার মতো এখানেও অরাজকতা পরিস্থিতি চলছে এই জন্য শিক্ষার্থীরা আইন-শৃঙ্খলা সাময়িক নিয়ন্ত্রণের জন্য ট্রাফিকের, পরিচ্ছন্নতা ও বাজার মনিটরিংয়ের মতো কাজগুলোর দায়িত্ব পালন করছে। তবে আমরা চাই প্রশাসন ফিরে আসুক। তারা বলেন, এখন আমাদের চাওয়া বোরহানউদ্দিনের উন্নয়ন।
এজন্য বোরহানউদ্দিন আমাদের ঢেলে সাজাতে হবে এবং চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে হবে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা যে কাজ করছি তাতে আপনাদেরও সহযোগিতা দরকার।
এসময় বক্তারা স্থানীয় দলীয় নেতা-কর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যায়-অপকর্ম করলে ছাত্র সমাজ ছাড় দেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কেউ যদি ফায়দা হাসিল করতে চায় তা’হলে তাদের জানানোর অনুরোধ করেন তারা।
শিক্ষার্থীদের মধ্যে মাহফুজ রহমান আকাশ, আহমেদ সাকিল, মাহাবুব আলম, আবিদ ইবনে নজরুল, মো. রাজিব হোসেন জুনায়েদ, মাশিহুর রহমান মাটি, মো. আমিম, স্মৃতি দাস ফাহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় বোরহানউদ্দিন প্রেসক্লাব সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম.এ আকরাম, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আকন, মেসবাহউদ্দিন সম্রাট, মোঃ হাসনাইন, এসএম সোহেল, হাসনাইন আহমেদ হাওলাদার, শহিদুল ইসলাম, কামরুন নাহার শিলা, মহিউদ্দিন আজিম, ডালিম খন্দকার, হাসান তালুকদার, সাংবাদিক জহির উদ্দিন এবং ব্যবসায়ী ও সমাজসেবক সাহাবুদ্দিন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.