মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর)
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শীতকালিন ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহন করে দৈত্য ব্যাডমিন্টন প্রতিযোগীতায় বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
গত শনিবার রংপুর জেলা স্কুলে অনুষ্ঠিত ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ ইং এর ব্যাডমিন্টন দৈত্য খেলায় রংপুর উপ-আঞ্চলিক পর্যায়ে ঠাকুরগাঁও জেলাকে হারিয়ে দিনাজপুরের ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সামির ও স্বপনিল সরকার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। তাদের এই অর্জনে সন্তুষ্টি ও খুশি প্রকাশ করেন গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক, ক্রীড়া শিক্ষক হারুন উর রশীদসহ অনেকে।
আগামী ৫ ফেব্রুয়ারী আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগীতায় ৪টি দলের মধ্যে অনুষ্ঠিত হবে। ফুলবাড়ী গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ে রংপুর বিভাগের হয়ে জাতীয় পর্যায়ে ৪টি দলের সাথে খেলায় অংশগ্রহন করবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2024 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.