মুনতাসীর মামুন
স্টাফ রিপোর্টার
ব্র্যাক বিশ্ববিদ্যালয় দ্বারা আয়োজিত কালচারাল এক্সচেঞ্জ ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে ২৫ এবং ২৬শে অক্টোবর ইভেনটি শুরু হয় সকাল ১১ টা থেকে এবং শেষ হয় বিকাল ৫টা পর্যন্ত ৷
এখন পর্যন্ত তাদের সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইউনিভার্সিটি বিল্ডিং ৬ নাম্বারের তৃতীয় তালায় কিছু ভেন্ডার স্টল দেওয়া হয়েছে বিভিন্ন দেশের কালচার গুলো বাংলাদেশী স্টুডেন্টদের মধ্যে তুলে ধরার জন্য এবং বাংলাদেশের স্টুডেন্টদের কালচার গুলো অন্যান্য দেশীয় স্টুডেন্টদের কাছে তুলে ধরার জন্য অনুষ্ঠানটি করা হয়েছে
এছাড়া কালচারাল ইভেন্ট দিতে যে কালচারাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সেখানে ইউনিভার্সিটি সম্মানিত রেজিস্ট্রার ডেভ ডোলান্ড এবং কনটেন্ট ক্রিয়েটর এবং এডুকেটর মিস অ্যামিলি ক্যারি যোগদান করেন এছাড়াও তাদের একটি সেগমেন্ট ফটো এক্সিবিশনে জাজ হিসেবে ছিলেন আশরাফ উদ্দিন আহমেদ জয় তানজিল তালাত অনন্ত এবং নাজিয়া জাফরিন তাদের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার মাধ্যম দিয়ে ইভেন্ট টি সমাপ্ত করা হয় ৷
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.