ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়াা উপজেলার মাধবপুর গ্রামে দীর্ঘদিন যাবত প্রভাব খাটিয়ে একটি অবৈধ ড্রেজার পরিচালনা করে আশ পাশের মানুষের ব্যাপক ক্ষতিসাধন করছে। গতকাল (১৯ আগস্ট) মঙ্গলবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর মাধবপুর গ্রামের মৃত কুদ্দুস শিকদারের ছেলে আলমগীর শিকদার অবৈধ ড্রেজার বন্ধের দাবিতে একটি আবেদন দাখিল করেন। আবেদনে তিনি উল্লেখ করেন দীর্ঘদিন যাবৎ প্রভাব খাটিয়ে মৃত রশিদ শিকদারের ছেলে আয়নুল সিকদার ড্রেজার মালিক খোরশেদ আলমের ছেলে আলাউদ্দিন মিয়াকে দিয়ে দীর্ঘদিন যাবত পুকুর খননের নাম দিয়ে অন্যত্র মাটি বিক্রি করছে। এবং ব্রাহ্মণপাড়া প্রশাসন তাদেরকে জরিমানা ও ড্রেজারের পাইপ নষ্ট করলেও তারা কিছুদিন বন্ধ রাখার পর আবারো দিনরাত চালাচ্ছে অবৈধ ড্রেজার।
এ বিষয়ে জানতে চাইলে অবৈধ ড্রেজারের মালিক আলাউদ্দিন মিয়া জানান,ড্রেজার মেশিন চালানোর ব্যাপারে উচ্চ আদালত থেকে পারমিশন নেওয়া হয়েছে তাই আমি ড্রেজার চালাই।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা সম্পূর্ণ অবৈধ। আমি বিষয়টি দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.