ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদে অভিযান চালিয়ে উপজেলার বড়ধুশিয়া এলাকা থেকে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানা সূত্রে জানা গেছে, এসআই সৈকত মজুমদার এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ও ফোর্স সহ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া পদুয়ারপাড় এলাকার হইতে পাখি বেগম প্রকাশ মর্জিনা (৩৫) ও সেলিনা বেগম (৫০) কে গ্রেপ্তার করে এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চাপিয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী পাখি বেগম প্রকাশ মর্জিনা ও ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী সেলিনা আক্তার।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন সততা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.