ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা এলাকার অভিযান পরিচালনা করে সুমন মিয়া প্রকাশ (সুমন চোরা) (৪০) কে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১০ আগষ্ট) রাতে উপজেলার চান্দলা বাজারে গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে সুমনকে গ্রেপ্তার করে । তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা সহ মাদকের মামলা রয়েছে। সুমন উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া গ্রামের মৃত্যু আবদুর সাত্তারের ছেলে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী তাকে মাদকসহ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে এলাকায় চুরি মাদকসহ একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার এস আই সবুর খান জানান, গতকাল রাতে অভিযান করে সুমনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সুমনের ৩ মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.